Present Indefinite Tense

 

Present Indefinite Tense কি ? Present Indefinite Tense কাকে বলে ?









Present Indefinite Tense : 
যদি বর্তমান কালে কোন সাধারন ঘটনা, কারো অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝালে তখন Verb এর Present Indefinite Tense হয় ।

উদাহরণ ঃ

1.আমি স্কুলে যাই - I go to School.

2.সিতা ভাত খায় - Sita eats rice.

3.সিতা বই পড়ে - Sita reads a book.

4.সিতা প্রতিদিন স্কুলে যায় Sita goes to school everyday.

5.রাম বাবু সদা সত্য কথা বলেন - Ram babu always speaks the truth.

6.রীনা প্রতিদিন রাত নয় টায় ঘুমাতে যায় - Rina goes to bed at 10pm everyday.

7.সূর্য পূর্ব দিকে ওঠে  - The Sun rises in the east.

8.পৃথিবী গোলাকার - The Earth is round.

9.সূর্য পশ্চিম দিকে অস্ত যায়- The Sun Sets In the west. 

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।


 Sentence গঠন করার নিয়ম ।


 গঠন : Subject + মূল Verb object.




গঠন প্রনালী : প্রথমে Subject তারপর মূল verb এবং পরে object হবে ।



( Note 1Subject যদি 3rd Person Singular Number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) হয় তাহলে Verb সঙ্গে  s/es যোগ হবে- )
 Sentence গঠন করার নিয়ম ।






( Note 2can, could, may, might, should, would, must, used to, ought to, need to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।)




Post a Comment

0 Comments