Subject ও Predicate

 

Subject ও Predicate কি ? Subject ও Predicate বলতে কি বুঝায় ? What is subject and predicate ?

Sentence এ দুটি অংশ থাকে । যেমন :-
1. Subject ( উদ্দেশ্য ) ।
2. Predicate ( বিধেয় ) ।

1. Subject এর সংজ্ঞা : Sentence এ যে ব্যক্তি বা বস্তুু সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বা উদ্দেশ্য বলে ।
2. Predicate এর সংজ্ঞা : Sentence এ Subject সম্পর্কে যা বলা হয় তাকে Predicate বা বিধেয় বলে ।
যেমন :-
Fateha reads a book .
Rafi goes to school .
প্রথম Sentence এ ফাতেহা সম্পর্কে কিছু বলা হয়েছে যে, ফাতেহা বই পড়ে । সুতরাং Fateha এখানে subject এবং Subject Fateha সম্পর্কে বলা হয়ছে যে, সে বই পড়ে সুতরাং reads a book এখানে predicate .

দ্বিতীয় Sentence এ রাফি সম্পর্কে কিছু বলা হয়েছে যে,
রাফি স্কুলে যায় । সুতরাং Rafi এখানে subject এবং Subject Rafi সম্পর্কে বলা হয়ছে যে, সে স্কুলে যায় । সুতরাং goes to school এখানে predicate .
Note:  মোটকথা  subject ছাড়া sentence এর বাকি অংশ হল predicate .

Post a Comment

0 Comments