1400+ Bengali GK PDF - বাংলা জিকে পিডিএফ |
Hello বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো,সাধারণ জ্ঞান বা জিকে থেকে 1400+ প্রশ্নোত্তরের একটি পিডিএফ/
1400+ Bengali GK PDF,যা আপনাকে বিভিন্ন রকম #Competitive পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে।
সুতরাং বেশি সময় নষ্ট না করে নিচের দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিন।
কিছু নমুনা :
১. শাল কি ধরনের বৃক্ষ ?
উত্তর : পর্ণমোচী
২. টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর : নীলগিরি পর্বতে
৩. রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় কত সালে ?
উত্তর : ১৯৪৯ সালে
৪. রামনাথ কোবিন্দ কততম রাষ্ট্রপতি ?
উত্তর : ১৪ তম
৫. বিশ্ব পোলিও দিবস কত তারিখ পালন করা হয় ?
উত্তর : ২৪সে মার্চ
General Knowledge
1000+ General Knowledge PDF in Bengali-সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর for all exam
Hello,বন্ধুরা কেমন আছেন?
অন্যান্য দিনের মতই Competitive Exam-এর প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি
Bengali Gk PDF-সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর,যেটিতে 1000+ প্রশ্ন উত্তর আছে এমনকি প্রায় সব বিষয়ের
উপর,সুতরাং পিডিএফটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকুন .
কিছু নমুনা প্রশ্ন-উত্তর দেওয়া হলো,আর সম্পূর্ণ পিডিএফ এর লিংক নিচে দেওয়া আছে
1.বৌদ্ধদের মূল ধর্ম গ্রন্থ কী?
উ: ত্রিপিটক
2.গোলান মালভূমি কোথায় ?
উ: সিরিয়ায়
3."বার্ড ম্যান অফ ইন্ডিয়া "-নাম কাকে ডাকা হয়?
উ: সেলিম আলি
4.অশ্রু কোন গ্রথি থেকে নির্গত হয়?
উ: ল্যাক্রিমাল গ্রন্থি থেকে
5.ভারতীয় সংবিধানের জনক কে?
উ: আম্বেদকর
6.Red Knot রোগ সাধারনত কোন গাছে দেখা যায়?
উ: টমেটো গাছে
7.গালিভার কার সৃষ্ট চরিত্র ?
উ: জনাথন সুইফট-এর
8.মধুমতি ছবির পরিচালক কে?
উ: বিমল রায়
9.জিলিপ লা গিরিপথ কোথায়?
উ: সিকিমে
10.শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে?
উ: মালাধর বসু
11.হর্ষচরিত কার রচনা?
উ: বানভট্টের
12.ভারতকে নৃতত্বের জাদুঘর কে বলছেন?
উ: ভিনসেন্ট স্মিথ
13.লহরী কী?
উ: পাঞ্জাবি লোক উত্সব
14.সবথেকে দীর্ঘ তটরেখা কোন দেশের?
উ: কানাডা
15.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
উ: ৮ মিনিট ১৯ সেকেন্ড
দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি Download করে নিন
File Details:
File Name: 1000+ Bangla GK
File size: 736kb
ClickhereORcopyToDownload : file:///C:/Users/bnk_1032/Downloads/1000+gk(swapno.in).pdf
http://file:///C:/Users/bnk_1032/Downloads/1000+gk(swapno.in).pdf
General Knowledge
Helloবন্ধুরা কেমন আছেন?
যেকোনো চাকরির পরীক্ষায় পাস করার জন্য জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে একটু পাকা পোক্ত থাকতেই হয় ,
তাই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি General Knowledge PDF in Bengali,যেটিতে মোট 500টি
প্রশ্ন উত্তর আছে ,,আশা করি আপনাদের এটা খুবই উপকারে আসবে .
ডাউনলোড করার আগে কিছু নমুনা দেখে নিন :
1.হীরক উজ্জ্বল দেখায়,এর কারণ কী?
উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
2.ইউক্যলিপটাসের দেশ কাকে বলা হয়?
উ: অস্ট্রেলিয়াকে
3.ভারত গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন?
উ: ভাস্কো-ডা-গামা
4.কয়টি প্রবাল দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে?
উ: ২৭টি
5.কোন স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়?
উ:দ্য লর্ডস (লন্ডন)
6.রক্ত জমাট বাঁধতে দেয়না এমন একটি পদার্থের নাম কী?
উ: হেপারিন
7.গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
উ: প্রশান্ত মহাসাগরে
8.ভারতের একটি নদী বন্দরের নাম কি?
উ: কলকাতা বন্দর
9.বৌদ্ধদের মূল ধর্ম গ্রন্থ কি?
উ: ত্রিপিটক
10. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও?
উ: ধানের খড়
11.গালিভার কার সৃষ্ট চরিত্র?
উ: জনাথন সুইফট -এর
12.মধুমতি ছবির পরিচালক কে?
উ: বিমল রায়
13.হর্ষচরিত কার রচনা?
উ: বানভট্টের
14.লহরী কী?
উ: পাঞ্জাবের একটি লোক উত্সব
15.আকাশ নীল্ দেখায় কেন?
উ: নীল্ আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
16.যে সীমারেখায় তুষার গলে জল হয় তাকে কি বলে?
উ: হিমরেখা
17.ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি?
উ: সিয়াচেন
18.আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে ?
উ: পশ্চিমবঙ্গে
19.দাদু কে?
উ: ভক্তিবাদী মতবাদের প্রচারক
20.মার্বেলের রাসায়নিক নাম কী?
উ: ক্যালসিয়াম কার্বনেট
File Details:
File Name: 499+ GK in Bengali
File Format: PDF
File Size: 11.01 Mb
Click here to Download
General Knowledge
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Bengali Gk PDF,যেটিতে ২০০টিরও বেশি প্রশ্ন উত্তর দেওয়া আছে,
যেগুলি বিগত বিভিন্ন Competitive Exam-এ এসেছিল |
সুতরাং দেরী না করে Bengali General Knowledge PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |
কিছু নমুনা প্রশ্ন উত্তর :
1.ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ?
Ans:-–আমেদাবাদ ।
2.সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি ?
Ans:- বৃহস্পতি ।
3.রেলওয়ে স্বচ্চতা মিশন অনুযায়ী ভারতের সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন তম রেলওয়ে স্টেশন কোনটি?
Ans:-- যোধপুর ।
4.মিথাইল আইসোসায়ানাইট এর সংকেত কি ?
Ans:- C2H3NO.
5.সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
Ans:- নাইট্রোজেন ।
6.কোন মৌলটি পর্যায় সারণীর অন্তিমে অবস্থিত?
Ans:- Ununoctium.
7.হীরকের প্রতিসারাঙ্ক কত ?
Ans:-24.40 .
8.ভারী জলের সংকেত কি?
Ans:- D2O (ডয়টোরিয়াম )।
9.কার্বন মনোক্সাইডের রাসায়নিক সংকেত কি?
Ans:- CO.
10.লবণের Ph মাত্রা কত?
Ans:- 7.0
11.নৈনিতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?–
Ans:-উত্তরাখন্ড।
12.আমূলের CEO কে ?
Ans:- আর. এস. সোধি।
13.মোরাদাবাদ স্মার্ট সিটি কোন রাজ্যে অবস্থিত?
Ans:- উত্তর প্রদেশ।
14.টিম সাউদি কোন দেশের ক্রিকেটার ?
Ans:- নিউজিল্যান্ড।
15.পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি ?
Ans:- হামিং বার্ড।
16.হুসেন সাগর লেক কোথায় অবস্থিত?
Ans:- হায়দ্রাবাদ।
17.কোন তারিখে জাতীয় মহিলা দিবস পালন করা হয়?
Ans:- ৮ ই মার্চ।
18.অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ?
Ans:- ক্যানবেরা।
19.সমুদ্রের গভীরতা মাপার একক কি ?
Ans:- ফ্যাদম।
20.প্রতি বছর ২২ শে মার্চ কি দিবস পালন করা হয় ?
Ans:- বিশ্ব জল দিবস।
21.আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?
Ans:- সিকান্দার লোদী।
22.মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কি ?
Ans:- সেরিব্রাম ।
23.“Rent of roof policy” কিসের সাথে সম্পর্কিত ?
Ans:-সোলার পাওয়ার প্লান্ট।
24.চাপের একক ১ বার= কত পাস্কাল ?
Ans:- ১০০০০০ পাস্কাল।
25.কিসের অভাবজনিত কারনে গলগন্ড রোগ হয়? Ans:- আয়োডিন।
26.মানব হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ট ?
Ans:-৪ টি।বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়।
27.ক্যান্ডেলা কিসের একক?
Ans:- আলোক দীপ্ত।
28.জাড্যের সুত্র কিসের সাথে সম্পর্কিত?
Ans:- গতি এবং স্থিতি।
29.কেন্দ্রাতিগ বল কখন সৃষ্টি হয়?
Ans:- কোন বস্তুর ঘুর্ননের সময়।
30.S.I. পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরনের মান কত?
0 Comments