Case

 

Case কাকে বলে ? Case বলতে কি বুঝায় ? Case কত প্রকার ও কি কি ?


Case এর সংজ্ঞা : কোন Sentence এ Verb এর সাথে সেই Sentence এ ব্যবহৃত Noun বা Pronoun এর যে সম্পর্ক থাকে তাকে Case বা কারক বলে ।
 যেমন :
  • Noman caught a bird - নোমান একটি পাখি ধরিয়াছিল ।
  • She has a doll - তাহার একটি পুতুল আছে ।
  • Rony did the work - রনি কাজটি করিয়াছিল ।
  • Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
উপরের Sentence গুলোর প্রথমটিতে caught verb এর সহিত Noman এবং bird এর, দ্বিতীয় sentence  এ has verb এর সহিত she এবং doll এর, তৃতীয় sentence এ did verb এর সহিত Rony এবং the work এর এবং চতুর্থ sentence এ read verb এর সহিত Fateha এবং Arabic এর সম্পর্ক রয়েছে । এই সম্পর্ককেই Case বলে ।
Case এর প্রকারভেদ : Case চার প্রকার ।
যথা :-
  1. Nominative Case ( কর্তৃকারক ) 
  2. Objective Case ( কর্মকারক )
  3. Possessive Case ( সম্বন্ধ পদ )
  4. Vocative Case ( সম্বোধন পদ )
Nominative Case ( কর্তৃকারক ) : যে Noun বা Pronoun , Sentence এর Verb এর কার্য সম্পাদন করে তাকে Nominative Case বলে ।
যেমন :
  • Fateha reads Arabic -  ফাতেহা আরবী পড়ে ।
  • They play football - তাহারা ফুটবল খেলে ।
  • Rony goes to school - রনি স্কুলে যায় ।
  • Ritu drinks milk - রিতু দুধ পান করে ।
Objective Case ( কর্মকারক ) : যদি কোন Noun বা Pronoun কোন transitive Verb অথবা Preposition এর Object হয় তখন তাকে Objective Case বলে ।
যেমন :
  • Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
  • They play football তাহারা ফুটবল খেলে ।
  • Ritu drinks milk - রিতু দুধ পান করে ।
  • I know him  - আমি তাহাকে চিনি ।                       
     
Possessive Case ( সম্বন্ধ পদ ) : Sentence এ অবস্থিত কোন Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun বা Pronoun এর যে সম্বন্ধ বা অধিকার প্রকাশ করে তাকে Possessive Case বলে ।
যেমন :
  • Tania's pen is red -  তানিয়ার কলমটি লাল ।
  • This is Rony's bag - এই হয় রনির ব্যাগ ।
  • Rina's book is new - রিনার বইটি নতুন ।
  • Tina's sharee is nice - তিনার শাড়ীটি সুন্দর ।

Vocative Case ( সম্বোধন পদ ) : যে Noun কে সম্বোধন করে কিছু বলা হয় তাকে Vocative Case বলে ।
যেমন :
  • Hello ! How are you ? - এই যে ! কেমন আছ ?
  • Hey Tanim ! What are you doing ? - এই তিনা ! কি করিতেছ ?
  • Lina Come here - লিনা এখানে এসো ।
  • Ladies and gentlemen, the meeting is over  - ভদ্র মহিলা এবং মহোদয়গন, সভা শেষ হয়েছে ।

Post a Comment

0 Comments