Subject ও Object

 

Subject ও Object কি ? Subject ও Object বলতে কি বুঝায় ?


 Subject ( কর্তা ) ; Sentence এ যে সক্রিয় হইয়া কোন কাজ করে তাকে Subject বা কর্তা বলে ।
যেমন : 
  •  I eat rice - আমি ভাত খাই ।
  • He goes to School - সে স্কুলে যায় ।
  • They are playing - তাহারা খেলিতেছে ।
  • The baby is sleeping - শিশুটি ঘুমাইতেছে ।
  • Nasima reads a book - নাছিমা বই পড়ে ।
 Subject চেনার উপায় : Verb কে কে দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায় । যেমন উপরের Sentence গুলোর প্রমটিতে Verb কে কে দ্বারা প্রশ্ন করি । কে খায় ? উত্তর হল "আমি" এভাবে যথাক্রমে উত্তর পাওয়া যায় সে, তাহারা, শিশুটি এবং নাছিমা এগুলো হল Subject বা কর্তা ।

Object ( কর্ম ) : Sentence এ যাকে কেন্দ্র করে Verb এর কাজ সমাধা করা হয় তাকে Object বা কর্ম বলে ।
যেমন : 


  • I eat rice -  আমি ভাত খাই।
  • He reads a book - সে বই পড়ে ।
  • Mother is cooking rice - মা ভাত রান্না করিতেছে ।
  • They are catching fish - তাহারা মাছ ধরিতেছে ।
Object চেনার উপায় : Verb কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে Object পাওয়া যায় । উপরের  Sentence গুলোতে Verb কে কি দ্বারা প্রশ্ন করলে যথাক্রমে উত্তর পাওয়া যায় ভাত, বই, ভাত ও মাছ । সুতরাং এগুলো হল Object বা কর্ম ।
 

 Note : Verb কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি যথাক্রমে দুটি উত্তর পাওয়া যায় তাহলে ঐ Sentence এ দুটি Object আছে । আর যদি কোন উত্তর না পাওয়া যায় তাহলে ঐ Sentence এ কোন Object নেই ।

Post a Comment

0 Comments