Voice Change

 

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?


Voice এর সংজ্ঞা : Voice অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই Voice বা বাচ্য বলে ।

Voice এর প্রকারভেদ: Voice দুই প্রকার । যথা 1. Active Voice (কর্তৃবাচ্য) 2. Passive Voice (কর্মবাচ্য)।

1. Active Voice ( কর্তৃবাচ্য ) : কোন Sentence এ যদি  Subject  সক্রিয় হয়ে কোন কাজ সম্পাদন করে  তখন তাকে Active Voice বলে ।
 যেমন :
  • I eat rice.
  •  He writes a letter.
  •  Fateha reads a book.
  •  We are playing football.

2. Passive Voice ( কর্মবাচ্য ) : কোন Sentence এ যদি Subject কে দিয়ে কোন কাজ করানো হয় বুঝায় তখন তাকে Passive Voice বলে ।
 যেমন :
  •  Rice Is eaten by me.
  •  A letter is written by him.
  •  A book is read by Fateha.
  •  Football is being played by us.  
Change the Voice from Active to passive ( Active Voice কে Passive Voice এ পরিবর্তন করা )

Post a Comment

0 Comments