Future Tense

 

Future Tense বা ভবিষ্যত কাল বলতে কি বুঝায় ? Future Tense কত প্রকার ও কি কি?



Future Tense বা ভবিষ্যত কাল : ভবিষ্যতে কোন কাজ হইবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Tense হয় ।
যেমন:
1. আমি ভাত খাব - I shall eat rice.
2. সে স্কুলে যাবে - He/She will go to School.
3. আমরা মাছ ধরব - We shall catch fish.
4. তাহারা বাজারে যাবে - They will go to the Market.
5. তানিয়া বই পড়বে - Tania will read a book.
6. রাজু স্কুলে যাইতে থাকবে - Raju will be going to School.
7. তোমরা মাঠে খেলিতে থাকবে - You will be playing in the field.
8. মেয়েরা গান গাইতে থাকবে - The girls will be singing a song.
9. রহিম ও করিম  পড়িতে থাকবে - Rahim and Karim will be reading.
10. মা রান্না করিতে থাকবে - Mother will be cooking.


Future Tense এর প্রকারভেদ : Future Tense চার প্রকার ।
যথা :
1. Future Indefinite Tense.
2.Future Continuous Tense.
3. Future Perfect Tense.
4. Future Perfect Continuous Tense.

Post a Comment

0 Comments