Future Indefinite Tense

 

Future Indefinite Tense কি ? Future Indefinite Tense কাকে বলে ?



Future Indefinite Tense : ভবিষ্যতে কোন কাজ হবে এরূপ বুঝালে Verb এর Future Indefinite Tense হয়.
যেমন :
1. আমি ভাত খাব - I shall eat rice.
2. সে স্কুলে যাবে - He/She will go to School.
3. আমরা মাছ ধরব - We shall catch fish.
4. তাহারা বাজারে যাবে - They will go to the Market.
5. তানিয়া বই পড়বে - Tania will read a book.
6. রহিম ও করিম ঘূড়ি উড়াবে - Rahim and Karim will fly a kite.
7. ঝরিনা গান গাইবে - Zorina will sing a sung.
8. লুবনা ছবি আঁকবে - Lubna will draw a picture.
9. আমরা ঢাকা যাব - We shall  go to Dhaka.
10. কালাম একটি ছাতা কিনিবে - Kalam will buy an umbrella. 

Sentence গঠন করার নিয়ম ।
 
গঠন : Subject + Shall / Will + মূল Verb + Object + Extension .

গঠন প্রনালী : এক্ষেত্রে Verb এর Present রূপ বসে এং তার পূর্বে Subject অনুযায়ী shall বা will এর যে কোন একটি বসে ।

Post a Comment

0 Comments