Present Perfect Tense

 

Present Perfect Tense কাকে বলে ? Present Perfect Tense বলতে কি বুঝায় ?





Present Perfect Tense :
 Present perfect tense is used when the work has been done but its effect lasts.

কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।


যেমন :


1. আমি ভাত খেয়েছি - I have eaten rice.

2. আমি ভাত খাইয়াছি – I have eaten rice

3.আমি স্কুলে গিয়েছি – I have gone to school

4.সে এইমাত্র কলকাতা থেকে এসেছে - He has come from kolkata  just now.

5. রীনা একটি গান গেয়েছে - Rina has sung a song.

6.আমি ভাত খাইনি – I have not eaten rice

7.তাহারা মাঠে ফুটবল খেলেছে - They have played football in the field.

8. আমি ভাত খাইনি – I have not 
eaten rice

9.সিমা একটি ছবি এঁকেছে - Sima has drawn a picture.

10.সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours 

11.মি. খান এসেছন - Mr. Khan has come.  



বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।



Sentence গঠন করার নিয়ম ।


Structure:
                Subject + have/has + past participle + object.


গঠন প্রনালী ; এক্ষেত্রে Verb এর Past participle রূপ বসে এবং তার আগে Subject অনুযায়ী have, has এর যে কোন একটি বসবে ।

Note - Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।

Post a Comment

0 Comments