Present Continuous Tense কি ? Present Continuous Tense কাকে বলে ? Present Continuous Tense বলতে কি বুঝায় ?
যদি বর্তমানে কোন কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে তখন Verb এর Present Continuous Tense হয় ।
উদাহরণঃ
1. সে ভাত খাইতেছে - He is eating rice.
2. সিতা স্কুলে যাইতেছে - Sita is going to school.
3. ছেলেরা মাঠে খেলিতেছে - The boys are playing in the field.
4. সিমা বই পড়িতেছে - Sima is reading a book.
5. শিখা মাঠে কাজ করিতেছে - Shikha is working in the field.
6. শ্যাম ঘূড়ি উড়াইতেছে - Shyam is flying a kite.
7. সিতা গান গাইতেছে - Sita is singing a song.
8. মা ভাত রান্না করিতেছে - Mother is cooking rice.
9. মা উপন্যাস পড়িতেছে - Mother is reading the
Novel .
10. শিশুটি খেলিতেছে - The baby is playing.
11. রাম মাছ ধারিতেছে - Ram is catching fish.
12. মহন দৌড়াইতেছে - Mohan is running.
13. যাদু ও মধু মাছ ধরিতেছে - Jadhu and Madhu are catching fish.
14. তাহারা গান করিতেছে - They are singing.
15. মেয়েগুলি স্কুলে যাইতেছে - The girls are going to school.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Sentence/ বাক্য গঠন করার নিয়ম ।
সুত্র: Subject + am / is / are + মূল verb+ing + object.
গঠন প্রনালী : এক্ষেত্রে প্রথমে Subject তারপর Subject অনুযায়ী am, is, are এর যে কোন একটি বসবে পরে মূল Verb এর সাথে ing যোগ হবে।
0 Comments