বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন দশম শ্রেণি GEOGRAPHY
বহুবিকল্পভিত্তিক প্রশ্নের সম্ভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গেঙ্গ শিক্ষার্থীরা পরিচিত হয় । ২. শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যে যে ধরনের বহুবিকল্পভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে , এই অনুশীলনের মাধ্যমে সেগুলির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পাবে । ৩. বিদ্যালয় খুললে ‘ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন ‘ – এর উত্তরগুলি অভিভাবক – অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষিকা – শিক্ষকদের কাছে জমা দিতে হবে । 8. প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষকদের সহায়তা নেওয়া যেতে পারে । ৫. ঘরে বসে খাতায় ‘ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন ’ – এর উত্তর তৈরি করতে হবে । ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় ‘ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন ‘ – এর উত্তর করে অভিভাবক – অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষিকা শিক্ষকদের কাছে জমা দেবে।
১. সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলো
ক) এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়।
খ) এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয়
গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
ঘ) এখানে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টি হয় না
উত্তর:- গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়?
ক) পরিমিত ব্যবহার
খ) পুনর্ব্যবহার
গ) পুনর্নবীকরণ
ঘ) জমি ভরাটকরণ
উত্তর:- খ) পুনর্ব্যবহার
৩. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?
ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
খ) ঝুম চাষ
গ) সামাজিক বনসৃজন
ঘ) নর্মদা বাঁচাও আন্দোলন
উত্তর:- ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
৪. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো
ক) ধান
খ) পাট
গ) গম
ঘ) চিনাবাদাম
উত্তর:- ঘ) চিনাবাদাম
৫. নীচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?
ক) জলবিদ্যুৎ উৎপাদন
খ) সেচ
গ) জলদূষণ নিয়ন্ত্রণ
ঘ) বন্যা নিয়ন্ত্রণ
উত্তর:- গ) জলদূষণ নিয়ন্ত্রণ
৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?
ক) কয়লা
খ) ম্যাগনেটাইট
গ) চ্যালকোপাইরাইট
ঘ) বক্সাইট
উত্তর:- ক) কয়লা
৭. নীচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
ক) ভূতাপশক্তি
খ) পশুবর্জ
গ) সূর্যালোক
(ঘ) জোয়ারভাটা
উত্তর:- খ) পশুবর্জ
৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো
ক) কার্পাসবয়ন শিল্প
খ) পেট্রোরাসায়নিক শিল্প
(গ) লৌহ-ইস্পাত শিল্প
ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
উত্তর:- পেট্রোরাসায়নিক শিল্প
৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?
ক) মুম্বাই ও চেন্নাই
খ) বারাণসী ও কন্যাকুমারী
গ) শিলচর ও সুরাট
ঘ) দিল্লি ও কলকাতা
উত্তর:- খ) বারাণসী ও কন্যাকুমারী
১০. দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
ক) পাট শিল্প
খ) রেশম বস্ত্রশিল্প
গ) চা শিল্প
(ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
উত্তর:- ক) পাট শিল্প
১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব?
ক) দাঁড় টানা নৌকা
খ) উড়োজাহাজ বা এরোপ্লেন।
গ) ব্যক্তিগত গাড়ি
ঘ) বাস
উত্তর:- ক) দাঁড় টানা নৌকা
১২. তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো, তাহলে তুমি আছো
ক) দক্ষিণ ভারতে
খ) পূর্ব ভারতে
গ) উত্তর ভারতে
ঘ) পশ্চিম ভারতে
উত্তর:- ক) দক্ষিণ ভারতে
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি
ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না।
উত্তর:- খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো
ক) ল্যান্ডলাইন দূরভাষ
খ) নথিভুক্ত ডাক
গ) ক্যুরিয়ার ব্যবস্থা
ঘ) টেলিগ্রাম
উত্তর:- ঘ) টেলিগ্রাম
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নীচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
ক) কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা
খ) সুলভ বিদ্যুৎ
গ) অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
ঘ) বস্ত্রের বিপুল চাহিদা
উত্তর:- গ) অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যে হলো
ক) বন্যপ্রাণ সংরক্ষণ
খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
গ) পর্যটন শিল্পের উন্নতি
ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
উত্তর:- খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
১৭. সারণিতে ২০১৫-১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলো। নীচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়?
ফসল গম ভুট্টা ডাল তৈলবীজ উৎপাদন (মিলিয়ন টন) ৯২ ২২ ১৬ ২৫
উত্তর:- খ)
১৮, ভারতের রেখা মানচিত্রে একটি তত্ত্ব ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কী কী?
ক) গম ও ইক্ষু
খ) ডাল ও জোয়ার
গ) ধান ও গম
ঘ) কাপার্স ও চা
উত্তর:- ঘ) কাপার্স ও চা
১. সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলো
ক) এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়।
খ) এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয়
গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
ঘ) এখানে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টি হয় না
উত্তর:- গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়?
ক) পরিমিত ব্যবহার
খ) পুনর্ব্যবহার
গ) পুনর্নবীকরণ
ঘ) জমি ভরাটকরণ
উত্তর:- খ) পুনর্ব্যবহার
৩. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?
ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
খ) ঝুম চাষ
গ) সামাজিক বনসৃজন
ঘ) নর্মদা বাঁচাও আন্দোলন
উত্তর:- ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
৪. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো
ক) ধান
খ) পাট
গ) গম
ঘ) চিনাবাদাম
উত্তর:- ঘ) চিনাবাদাম
৫. নীচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?
ক) জলবিদ্যুৎ উৎপাদন
খ) সেচ
গ) জলদূষণ নিয়ন্ত্রণ
ঘ) বন্যা নিয়ন্ত্রণ
উত্তর:- গ) জলদূষণ নিয়ন্ত্রণ
৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?
ক) কয়লা
খ) ম্যাগনেটাইট
গ) চ্যালকোপাইরাইট
ঘ) বক্সাইট
উত্তর:- ক) কয়লা
৭. নীচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
ক) ভূতাপশক্তি
খ) পশুবর্জ
গ) সূর্যালোক
(ঘ) জোয়ারভাটা
উত্তর:- খ) পশুবর্জ
৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো
ক) কার্পাসবয়ন শিল্প
খ) পেট্রোরাসায়নিক শিল্প
(গ) লৌহ-ইস্পাত শিল্প
ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
উত্তর:- পেট্রোরাসায়নিক শিল্প
৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?
ক) মুম্বাই ও চেন্নাই
খ) বারাণসী ও কন্যাকুমারী
গ) শিলচর ও সুরাট
ঘ) দিল্লি ও কলকাতা
উত্তর:- খ) বারাণসী ও কন্যাকুমারী
১০. দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
ক) পাট শিল্প
খ) রেশম বস্ত্রশিল্প
গ) চা শিল্প
(ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
উত্তর:- ক) পাট শিল্প
১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব?
ক) দাঁড় টানা নৌকা
খ) উড়োজাহাজ বা এরোপ্লেন।
গ) ব্যক্তিগত গাড়ি
ঘ) বাস
উত্তর:- ক) দাঁড় টানা নৌকা
১২. তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো, তাহলে তুমি আছো
ক) দক্ষিণ ভারতে
খ) পূর্ব ভারতে
গ) উত্তর ভারতে
ঘ) পশ্চিম ভারতে
উত্তর:- ক) দক্ষিণ ভারতে
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি
ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না।
উত্তর:- খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো
ক) ল্যান্ডলাইন দূরভাষ
খ) নথিভুক্ত ডাক
গ) ক্যুরিয়ার ব্যবস্থা
ঘ) টেলিগ্রাম
উত্তর:- ঘ) টেলিগ্রাম
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নীচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
ক) কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা
খ) সুলভ বিদ্যুৎ
গ) অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
ঘ) বস্ত্রের বিপুল চাহিদা
উত্তর:- গ) অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যে হলো
ক) বন্যপ্রাণ সংরক্ষণ
খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
গ) পর্যটন শিল্পের উন্নতি
ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
উত্তর:- খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
১৭. সারণিতে ২০১৫-১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলো। নীচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়?
ফসল | গম | ভুট্টা | ডাল | তৈলবীজ |
উৎপাদন (মিলিয়ন টন) | ৯২ | ২২ | ১৬ | ২৫ |
উত্তর:- খ)
১৮, ভারতের রেখা মানচিত্রে একটি তত্ত্ব ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কী কী?
ক) গম ও ইক্ষু
খ) ডাল ও জোয়ার
গ) ধান ও গম
ঘ) কাপার্স ও চা
উত্তর:- ঘ) কাপার্স ও চা
0 Comments