Bengali General Knowledge
1.সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
উ: লিথিয়াম
2.সোনায় মরিচা ধরে না কেন?
উ: সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
3.সাপের বিষে কোন ধাতুর অনু থাকে?
উ: জিঙ্ক
4.যক্ষার জীবানু কে আবিস্কার করেন?
উ: কচ
5.গলগন্ড রোগ কিসের অভাবে হয়?
উ: আয়োডিন
6.মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কত দিন?
উ: ১২০ দিন
7.পাউরুটি তৈরীর জন্য কোন ছত্রাক ব্যবহার করা হয়?
উ: ঈস্ট
8.শুষ্ক বরফ কাকে বলা হয়?
উ: হিমায়িত কার্বনকে
9.ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?
উ: অস্থিতে
10.ক্যান্সার রোগের প্রধান কারণ কী?
উ: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
11.মহিলাদের পরিনত জনন কোষকে কী বলে?
উ: ডিম্বানু
12.আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া হয়?
উ: সিলভারের
13.আলকাতরা কী থেকে তৈরী হয়?
উ: কয়লা থেকে
14.দুধের রং সাদা হয় কেন?
উ: কার্বোহাইড্রেট-এর জন্য
15.বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
উ: ওয়াট
16.পরমানু বোমা কে আবিস্কার করেন?
উ: অটোহ্যান
17.ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়?
উ: ঘুসুড়িতে
18.কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়:
উ: আহমেদাবাদকে
19.সর্বাধিক কাপড় কল কোন রাজ্যে আছে?
উ: গুজরাট
20.ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে?
উ: মুম্বাইকে
21.তিস্তা নদী কোন হিমবাহ থেকে উত্পত্তি হয়েছে?
উ: জেমু
22.ভারত ও চিনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কী?
উ: ম্যাকমোহন লাইন
23.কফি উত্পাদনে কোন রাজ্য ভারতে প্রথম?
উ: কর্নাটক
24.পাহাড়ের রানী কাকে বলা হয়?
উ: দার্জিলিং
25.আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে?
উ: বঙ্কিমচন্দ্র
26.আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
উ: ১৫ জন
27.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উ: স্বামী দয়ানন্দ সরস্বতী
28.ইল দুচে কার উপাধি ছিল?
উ: মুসোলিনি
29.ভারতের সরকারী ঘোষণাপত্রকে কী বলা হয়?
উ: হোয়াইট পেপার
30.জাতি সংঘের সদর দপ্তরের স্থপতি কে?
উ: ডব্লিউ হ্যারিসন
0 Comments