বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর : পরিচিতি ও অনুশীলন
ইতিহাস
দশম শ্রেণি
Model Activity Task Class 10 History
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর : পরিচিতি ও অনুশীলন ইতিহাস দশম শ্রেণি
1. সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে —
( i ) সরকারি আধিকারিকের প্রতিবেদন
( ii ) গোয়েন্দা বিভাগের প্রতিবেদন
( iii ) সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন
(iv) পুলিশ বিভাগের নথিপত্র
উত্তর :- (ঘ) উপরের সবকটি ঠিক
2. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ‘বামাবোধিনী’ একটি সাময়িকপত্র। কারণ এটি
(ক) বাংলা ভাষায় প্রকাশিত হত
(গ) রাজনৈতিক পত্রিকা
(খ) মাসিক পত্রিকা
(ঘ) দৈনিক পত্রিকা
উত্তর :- (iii) মাসিক পত্রিকা
3. নারীশিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়
(ক) বামাবোধিনী পত্রিকা
(খ) গ্রামবার্তা প্রকাশিকা
(গ) ফিমেল জুভেনাইল সোসাইটি
(ঘ) বেথুন স্কুল
উত্তর :- (খ) গ্রামবার্তা প্রকাশিকা
4. ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল।
(ক) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো
(খ) প্রথাগত শিক্ষার উন্নতি
(গ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া
(ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
উত্তর :- (ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
5. ১৮৫৭-র বিদ্ৰোহকে ‘সিপাহী বিদ্রোহ’ বলা হলে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে?
(ক) ব্রিটিশ বাহিনীর সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল।
(খ) সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল
(গ) সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল
(ঘ) সিপাহিরা জয়লাভ করেছিল।
উত্তর :- (ক) ব্রিটিশ বাহিনীর সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল।
6. ছাপাখানার বিকাশের সাথে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি/কোনগুলি সম্পর্কিত?
(i) বইয়ের সহজলভ্যতা
(ii) শিক্ষার বিস্তার
(iii) সংবাদপত্র, সাময়িকপত্রের প্রসার
(iv) ঔপনিবেশিক কাঠামোর সুদৃঢ়করণ
উত্তর :- i ii, iii, ঠিক
7. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল—
(ক) জমি অধিগ্রহনের দাবিতে
(খ) মজুরি বৃদ্ধির দাবিতে
(গ) খাজনা হ্রাসের দাবিতে
(ঘ) ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য
উত্তর :- (গ) খাজনা হ্রাসের দাবিতে
8. বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহন লক্ষ্য করা গিয়েছিল?
(i) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(ii) আইন অমান্য আন্দোলন
(iii) অহিংস অসহযোগ আন্দোলন
(iv) ভারতছাড়ো আন্দোলন
উত্তর :- (ঘ) উপরের সবকটি ঠিক
9. উনিশ শতককে ‘সভাসমিতির’ যুগ বলে অভিহিত করা হয়। কারণ এসময়
(ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।
(খ) রাজনৈতিক আন্দোলনের প্রসার ঘটে
(গ) বৃহত্তর আন্দোলন গড়ে ওঠে
(ঘ) জাতীয়তাবাদের প্রসার ঘটে
উত্তর :- (ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।
10. গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন
(i) ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য
(ii) চিত্রশিল্পের উৎকর্ষ শাসনের জন্য
(iii) বাঙালি বাবু সমাজের সমালোচনার জন্য
(iv) সাংস্কৃতিক বিকাশের জন্য
উত্তর :- (ক) i, ii ঠিক
11. দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো ছিল—
(ক) কাশ্মীর
(খ) জুনাগড়
(গ) হায়দ্রাবাদ
(ঘ) ত্রিবাঙ্কুর
উত্তর :- (গ) হায়দ্রাবাদ
12. রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রি:) গঠন করা হয়েছিল –
(ক) রাজ্যগুলির অভ্যন্তরীণ উন্নতির জন্য
(খ) অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য
(ঘ) স্বায়ত্তশাসন দানের জন্য
(গ) সুষ্ঠু নির্বাচনের জন্য
উত্তর :- (খ) অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য
13. ব্রিটিশ সরকার কমিউনিষ্ট নেতাদের গ্রেপ্তার করলে ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ শুরু হয়। উদ্দেশ্য ছিল
(i) বামপন্থী আন্দোলনকে দূর্বল করে দেওয়া
(ii) জাতীয় কংগ্রেসকে দূর্বল করে দেওয়া
(iii) জাতীয়তাবাদী আন্দোলনের গতি রোধ করা
(iv) মুসলিম লিগকে দূর্বল করে দেওয়া
উত্তর :- (ক) i, ii ঠিক
14. সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল?
(i) ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া স্বরূপ
(ii) ধর্মান্তরিত করার জন্য
(iii) বহিরাগতদের শোষনের জন্য
(iv) রেলপথের সম্প্রসারণ
উত্তর :- (গ) i, ii, iii ঠিক
15. শচীন্দ্রপ্রসাদ বসু ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ গড়ে তোলেন
(ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে
(খ) নারী আন্দোলনকে জোরদার করতে
(গ) শিক্ষার প্রসার ঘটাতে
(ঘ) বঙ্গভঙ্গ রদ করতে
উত্তর :- (ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে
16. জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়—
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর :- (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
17. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল –
(ক) জমিদার সভা
(গ) ভারত সভা
(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তর :- (গ) ভারত সভা
18. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত ‘তিন আইন’-এর অন্তর্ভুক্ত ছিল না
(ক) বাল্যবিবাহ
(খ) বহুবিবাহ
(গ) বিধবাবিবাহ
(ঘ) সতীদাহ
উত্তর :- (ঘ) সতীদাহ
0 Comments