Verb কাকে বলে ?

  

Verb কাকে বলে ? Verb কত প্রকার ও কি কি ?



Verb (ক্রিয়া) : যে Word দ্বারা কোন কাজ করা বুঝায় তাকে Verb বা ক্রিয়া বলে ।যমন : go, eat, do, read, work, drink, write ইত্যাদি ।

Verb এর প্রকারভেদ : Verb প্রধানত দুই প্রকার ।
  1. Principle Verb ( প্রধান ক্রিয়া ) 
  2. Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া )
  • Principle Verb ( প্রধান ক্রিয়া ) : যে Verb অন্য কোন Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ন অর্থ প্রকাশ করে তাকে Principle Verb বলে । যেমন ;1. Rasel goes to school. 2. Radi reads a book. 3. They play football. 4. Mohima wrote a letter. এই Sentence গুলোতে যথাক্রমে go, read, play ও wrote অন্য কোন Verb এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে তাই এগুলোকে Principle Verb বলে ।
  • Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া ) : যে সকল Verb এর নিজস্ব কোন অর্থ নেই এবং বিভিন্ন ধরনের Sentence গঠনে Principle Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verbবলে । যেমন : 1.Rasel is going to school. 2. Radi was reading a book. 3. They were playing. এই তিনটি Sentence এ is, was, were যথাক্রমে going, reading ও playing এই Principle Verb গুলোকে অর্থ প্রকাশে সাহায্য করেছে তাই এগুলোকে Auxiliary Verb বলে ।

Post a Comment

0 Comments